ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আরাফাত

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আরাফাত

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।

মঙ্গলবার (১৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোহাম্মদ এ আরাফাত ও তার সহধর্মিনী।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ এ আরাফাত দলীয় পদে আসার আগে মূলত সুচিন্তা ফাউন্ডেশন ও সুচিন্তা নামে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে গবেষণাধর্মী কাজ করতেন। তিনি সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সুচিন্তার আহ্বায়ক।

সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত। সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনের ভোটে বিজয়ী হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।