ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
নোয়াখালীতে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

নোয়াখালী: নোয়াখালীতে মাদক মামলায় তিন জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জেলা জজ কোর্টের বিশেষ দায়রা জজ এ এন এম মোরশেদ খান এ রায় দেন। এ সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন আর অপর দুই আসামি জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলা সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের আমিন উল্যার ছেলে সুরুজ মিয়া (৪২), একই উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ইব্রাহিম খলিলের ছেলে জাহিদুর রহমান রনি (২১) ও অশ্বদিয়া ইউনিয়নের গোপীভল্লবপুর গ্রামের আবদুল মালেকের ছেলে এমাজ উদ্দিন টুটুল (৩৯)।  

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৭ মার্চ নোয়াখালী সদর উপজেলার খলিফারহাট বাজার সংলগ্ন সুরুজ মিয়ার বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই সময় মাদক কারবারি সুরুজ, রনি ও টুটুলকে গ্রেপ্তার করা হয়। সেখানে তাদের তল্লাশি করে তিন হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরবর্তীকালে তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ সরকার মামুন তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।  

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশর জানান, তাদের নামে মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে আসামি সুরুজ মিয়ার উপস্থিতিতে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুরুজ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড, জাহিদুর রহমান রনিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড এবং এমাজ উদ্দিন টুটুলকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।