ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় হুমায়ূন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
নেত্রকোনায় হুমায়ূন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত 

নেত্রকোনা: কোরআন খতম কালো বেজ ধারণসহ ও শোক র‍্যালির মধ্য দিয়ে নেত্রকোনায় জনপ্রিয় কথা সাহিত্যিক চলচ্চিত্র নির্মাতা ড. হুমায়ূন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনার কেন্দুয়া রোয়াইলবাড়ি ইউনিয়নে নিজ গ্রামে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে শিক্ষার্থীরা ক্লাসরুমে বসেই কুরআন খতম করেন।

পরে শিক্ষক ও শিক্ষার্থীরা কালো ব্যাচ ধারণ করে শোক র‍্যালিতে অংশগ্রহণ করেন। এসময় র‍্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে আবারও বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

এতে শিক্ষক শিক্ষার্থী ছাড়াও স্থানীয়রা অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।