ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে প্রেসক্লাব ভাঙচুর- হামলার প্রতিবাদে সাংবাদিকদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
ফেনীতে প্রেসক্লাব ভাঙচুর- হামলার প্রতিবাদে সাংবাদিকদের কর্মবিরতি

ফেনী: ফেনীতে পুলিশ, বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও ফেনী প্রেসক্লাব ভাঙচুরের প্রতিবাদে কর্মবিরতি পালন করছে জেলায় কর্মরত সাংবাদিকরা।  

বুধবার (১৯জুলাই) দুপুর ১২টার দিকে কর্মবিরতি শুরু করেন ফেনীর সাংবাদিকরা।

দুই ঘণ্টাব্যাপী চলে এই কর্মবিরতি।  

প্রবীণ সাংবাদিক ডিবিসি টিভি চ্যানেলের ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইঁয়ার পরিচালনায় এ কর্মবিরতিতে বক্তব্য রাখেন,  দৈনিক ভোরের কাগজের ফেনী প্রতিনিধি শুকদেব নাথ তপন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, বাসসের ফেনী প্রতিনিধি ও দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী,  ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, স্বদেশ পত্রের সম্পাদক এন এন জীবন, দৈনিক মানব জমিনের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দৈনিক নয়া পয়গামের সম্পাদক এনামুল হক পাটোয়ারী, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, এটিএন নিউজের ফেনী প্রতিনিধি দিদারুল আলম, দৈনিক আমার সংবাদের ফেনী প্রতিনিধি এস এম ইউসুফ আলী, সাপ্তাহিক ফেনীর সমাচার সম্পাদক মুহিবুল্লাহ ফরহাদ, দৈনিক নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি আলী হায়দার মালিক, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি জহিরুল হক মিলন, বাংলানিউজের নিজস্ব প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম,  বাংলাদেশ টুডে প্রতিনিধি কামাল উদ্দিন ভূঞাঁ, সাপ্তাহিক ফেনীর প্রত্যয় ভারপ্রাপ্ত সম্পাদক সিদ্দিক আল মামুন, সময় টিভির ক্যামেরাপারসন মীর হোসেন রাসেলসহ জেলায় কর্মরত নবীন-প্রবীণ সাংবাদিকরা।  

সাংবাদিকরা বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের তীর্থভূমি। সাংবাদিকদের পবিত্র জায়গা। এই ভবনে হামলা মানে স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে কারা হামলা করেছে। আমরা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এসএইচডি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।