ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুটবল ম্যাচে ঝগড়া, লাঠির আঘাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
ফুটবল ম্যাচে ঝগড়া, লাঠির আঘাতে যুবক খুন প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফুটবল খেলার সময় ঝগড়ার জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক যুবক খুন হয়েছেন।

শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরের শরীফনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া (৩০) শরীফনগর গ্রামের মৃত সাবাজ মিয়ার ছেলে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি মাসুক আলী জানান, বিকেলে শরীফ নগর খেলার মাঠে ফুটবল ম্যাচ চলছিল। খেলা চলাকালে সেলিমের সঙ্গে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের ঝগড়া হয়। এর জেরে খেলা শেষে ফেরার পথে প্রতিপক্ষের দুজন সেলিমের ওপর হামলা করে।

এ সময় সেলিমের মাথায় লাঠির আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩

আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।