ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাতে ঘুরতে বেরিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
রাতে ঘুরতে বেরিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

ঢাকা: রাজধানীর হাতিরঝিলের ওয়াপদা রোডের মুখে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলক গমেজ (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু নয়ন (২২)।

রোববার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন।

গাজীপুরের কালিগঞ্জের নাগরি গ্রামের বিপিন গমেজের ছেলে পুলক। পরিবারের সঙ্গে গুলশান নদ্দা এলাকায় থাকতেন। গুলশানের মার্টিন লুথার কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিল পুলক।

নিহত পুলকের ভগ্নিপতি রনি মাইকেল রোজারিও জানান, রাতে বন্ধু নয়নের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তারা দুজন। দুই বন্ধু পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়ার জন্য যান। সেখান থেকে খাবার খেয়ে ফেরার পথে রাস্তায় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। ছিটকে পড়ে তারা দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পুলককে ভোরের দিকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, ওয়াপদা রোডের মুখে একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে ভর্তি আছেন।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।