ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে সাজাপ্রাপ্ত ১৫ আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
মেহেরপুরে সাজাপ্রাপ্ত ১৫ আসামি গ্রেপ্তার

মেহেরপুর: মেহেরপুরে পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তসহ ছয়জন মোট ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়ে।

রোববার (২৩ জুলাই) দিনগত রাত থেকে সোমবার (২৪ জুলাই) ভোররাত পর্যন্ত জেলার তিনটি থানার পৃথক টিম পৃথকভাবে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করেন।

এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত চার ও ছয় মাসের সাজাপ্রাপ্ত একজনসহ বিভিন্ন মামলায় ১০ জন আসামি, সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলা চার আসামি ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ১০ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামি রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রজ্জাক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসের নেতৃত্বে পুলিশের টিম গ্রেপ্তার অভিযানে অংশ নেন। সংশ্লিষ্ট থানা সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারদের সোমবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।