ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ২০৫৩ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
নওগাঁয় ২০৫৩ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারি আটক

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে ২০৫৩ লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

সোমবার (২৪ জুলাই) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, পত্নীতলা উপজেলার বসকৈল গ্রামের নীরেন পাহান (৪৮), একই উপজেলার কান্তাকিসমত গ্রামের বাবুল পাহান (৩৪) ও অসীম পাহান (৩৪)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রোববার (২৩ জুলাই) রাতে নওগাঁয় পত্নীতলা উপজেলার বসলৈ এবং কান্তাকিসমত এলাকা থেকে ২০৫৩ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করা হয়। অভিযানে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দলকে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

পরে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় একটি মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।