ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত প্রতীকী ছবি

যশোর: যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চুকনগর-নওয়াপাড়া সড়কের মোটরসাইকেল ও ট্রেকার (চার চাকার যানবাহন) গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।

নিহতরা হলেন- কেশবপুরের পাঁজিয়া গ্রামের দিপক মণ্ডলের ছেলে সাগর মণ্ডল (২০) ও আকবারের ছেলে রাজু (২০)।

প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুকনগর থেকে একটি পালসার মোটরসাইকেলে দুই আরোহী নওয়াপাড়ার দিকে যাচ্ছিলেন পথেমধ্যে কেশবপুরের সুফলাকাটি সমির মাস্টারের গোডাউনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেকারের চাকা মোটরসাইকেলের ওই দুই আরোহীর মাথার ওপর দিয়ে উঠে যাওয়ায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস রায় বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়:০৭২৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
ইউজি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।