ঢাকা, বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিনদিনের মধ্যে চা শ্রমিকদের পাওনা পরিশোধে সমঝোতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
তিনদিনের মধ্যে চা শ্রমিকদের পাওনা পরিশোধে সমঝোতা

হবিগঞ্জ: হবিগঞ্জে বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে আন্দোলনরত চা শ্রমিকদের পাওনা তিনদিনের মধ্যে পরিশোধের সমঝোতা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মালিক, শ্রমিক ও প্রশাসনের ত্রিপক্ষীয় বৈঠকে এ সমঝোতা হয়।

এর আগে দুপুর ১২টার দিকে জেলার নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী বাগানের পাঁচ শতাধিক চা শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে আন্দোলন করে।

পরে হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দের সঙ্গে দেখা করে চা শ্রমিকরা তাদের সব দাবি-দাওয়ার কথা জানান।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, গেল দুই অর্থবছরে বেতন বাবদ প্রায় ৮০ লাখ ও বোনাসের আরও ১৪ লাখ টাকা বকেয়া রয়েছে। শ্রমিকদের ভবিষ্যৎ তহবিলের ৫৫ লাখ টাকাও পরিশোধ করছে না মালিকপক্ষ।

তারা বলেন, এর আগে আরও কয়েকবার আন্দোলন করা হয়েছে, কিন্তু প্রতিকার না পাওয়ায় ফের আন্দোলনের ডাক দেওয়া হলো। বকেয়া পরিশোধের আগ পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল আলম বাংলানিউজকে বলেন, বৈঠকে শ্রমিকদের পাওনা ২৪ লাখ টাকা ২৯ জুলাইয়ের মধ্যে শোধ করার সমঝোতা হলে তারা কাজে যোগ দিতে সম্মত হন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে টাকা না দিলে মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।