ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজি, একজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজি, একজন আটক

কুমিল্লা: কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে চাঁদা আদায়ের সময় মো. শাহজাহান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। পুলিশের দাবি ওই ব্যক্তি মহাসড়কে গাড়ি দাঁড় করিয়ে পরিবহণ চালকদের কাছ থেকে চাঁদা তুলছিলেন।

বুধবার (২৬ জুলাই) দুপুরে মহাসড়কের বু‌ড়িচং উপজেলার কংশনগর বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক শাহজাহান বুড়িচংয়ের প‌শ্চিম সিংহ গ্রামের ময়নাল হো‌সেনের ছেলে।

ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) চাঁন মিয়া বাংলানিউজকে জানান, চাঁদা তোলার সময় তাকে হাতেনাতে ধরা হয়। এ সময় তার কাছ থেকে চাঁদা আদায়ের ৮১৫ টাকা জব্দ করা হয়েছে। আটক শাহজাহানের নামে বু‌ড়িচং থানায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ