ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আ. লীগের সংঘর্ষ: কেনাকাটায় গিয়ে আহত হয় তিনজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
আ. লীগের সংঘর্ষ: কেনাকাটায় গিয়ে আহত হয় তিনজন

ঢাকা: রাজধানীর গুলিস্তান গোলাপ শাহ মাজার এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন।

তাদের মধ্যে একজন যুবলীগের কর্মী রনি। আর অন্য তিনজন দাবি করেছেন, তারা গুলিস্তানে কেনাকাটা করতে এসেছিলেন। মারামারির মধ্যে পড়ে তারা আহত হয়েছেন।  

শুক্রবার (২৮ জুলাই) রাতে হাসপাতালে আহত তিনজনের স্বজন ও পরিচিতরা এ তথ্য জানান।  

আহত জুবায়ের হোসেনের বাবা শাহজালাল ব্যাপারী জানান, তাদের বাসা পুরান ঢাকার বাংলাদেশ মাঠ এলাকায়। আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণিতে পড়ে জুবায়ের। মোবাইলের কাভার কিনতে গুলিস্তান গিয়েছিলো সে। তখন সংঘর্ষের মাঝে পড়ে যায়। ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে আঘাত করা হয়।

কোমরে ছুরিকাঘাতে আহত আরিফুল ইসলামের সহকর্মী আলমগীর হোসেন জানান, আরিফুলের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়। বঙ্গবাজার এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন তারা। মোবাইল কিনতে বিকেলে গুলিস্তান গিয়েছিলেন। তখনই সংষর্ঘের মাঝে পড়েন।  

আহত মোকাশ্বেরের ছোট ভাই মো. মারুফ মিয়া জানান, তারা মতিঝিল আরামবাগ এলাকায় থাকেন। মোকাশ্বের দিনমজুরের কাজ করেন। তিনিও মোবাইল কিনতে গুলিস্তান গিয়েছিলেন। তার পেটে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। আঘাতের কারণে নাড়িভুড়ি বেরিয়ে গেছে।  

শুক্রবার শান্তি সমাবেশ শেষে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নিহত যবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এজেডএস/নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।