ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ-বিএনপি সংঘর্ষ

বংশাল ও সূত্রাপুরে দুই মামলায় আসামি ৫ শতাধিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
বংশাল ও সূত্রাপুরে দুই মামলায় আসামি ৫ শতাধিক ফাইল ফটো

ঢাকা: শনিবার (২৯ জুলাই) বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় রাজধানীর বংশাল ও সূত্রাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ বাদী হয়ে দায়েরকৃত দুই মামলায় বিএনপির ৪৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) মামলা দুটির বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জাফর হোসেন।

তিনি জানান, পুলিশ বাদী হয়ে দায়েরকৃত দুই মামলায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দুই মামলায় পাঁচজন করে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলেও জানান জাফর হোসেন।

বংশাল থানা পুলিশ জানায়, বংশাল থানায় দায়ের করা মামলায় (নং-৬৩) ২৫ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এহাজারনামীয় আসামির মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী রয়েছেন। এদের মধ্যে আব্দুস সালাম আজাদসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছেন।

এদিক ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার শতাধিক নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।