ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিছিল শেষে বাড়ি ফেরার পথে জামায়াতের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
মিছিল শেষে বাড়ি ফেরার পথে জামায়াতের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

মেহেরপুর: মেহেরপুরে বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে জামায়াতে ইসলামীর ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

রোববার (৩০ জুলাই) বিকালের দিকে জেলার আমঝুপি এলাকা থেকে গ্রেপ্তারের এই ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন - সদর উপজেলার বন্দর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে নুরুল হুদা (৬০), মো: মোস্তফা শেখের ছেলে মো. পারভেজ হোসেন (২৬), মো. আতর আলীর ছেলে মো. আশকার আলী (৪০), আত্তাব শাহ’র ছেলে মো. সামাল (৪০), কাতর আলীর ছেলে সার্জন আলী (৩৬), ইন্নাত আলীর ছেলে আশিকুর রহমান ((২৬), চকশ্যামনগর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মনিরুল ইসলাম (৪২), মৃত ছাকন আলীর ছেলে শাজাহান আলী (৩৯),আরিফুল ইসলামের ছেলে পারভেজ মিয়া (১৯), হামিদুল ইসলামের ছেলে আব্দুল ওহাব (৪০), মৃত রমজান আলীর ছেলে কালু শেখ (৬৫) ও মৃত হাজারি মল্লিকের ছেলে মো. খবির (৫০)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার নেতাকর্মীদের নাশকতা সৃষ্টির মামলায় বিকালেই আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, আমঝুপি বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন জামায়াতের নেতাকর্মীরা। পথে মেহেরপুর সদর থানার এস আই মোমিনুর রহমানের নেতৃত্ব পুলিশের একটি দল আমঝুপি বাজারের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।