ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
খুলনায় ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

খুলনা: খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মো, সোহাগ পাটোয়ারী নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

সোমবার (৩১ জুলাই) দিনগত রাত ১২টার দিকে দুর্বৃত্তরা তাকে মহানগরীর ৪ নম্বর কাশেম সড়ক সবুজপল্লী এলাকার প্রধান সড়কের পাশে কুপিয়ে ফেলে রেখে যায়।

সোহাগ ওই এলাকার মালেক পাটোয়ারীর ছেলে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, রাতে ফোন করে সোহাগকে ডেকে নেয় দুর্বৃত্তরা। সবুজপল্লী প্রধান সড়কের পাশে পৌঁছামাত্র ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা চাপাতি ও ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, সোহাগ পাটোয়ারী পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে চারজন উপস্থিত ছিলেন। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন সোহাগকে ফোন করে বাসা থেকে ডেকে নেন। বাকি তিনজন তাকে চাপাতি ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করেন। তারা তার হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।