সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ছাত্রলীগ নেতা বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার গাজীরচটের আড়িয়াড়ার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আশুলিয়ার গাজীরচটের আড়িয়াড়ার মোড় এলাকার সাহাজুদ্দিন খানের ছেলে মোঃ সবুজ উদ্দিন খান (২৬) ও একই এলাকার আলফাজ উদ্দিনের ছেলে সেলিম রেজা (২৫)। সেলিম রেজা ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও অন্যজন যুবলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার দুইজনের মধ্যে একজনের নামে ছাত্র-জনতা হত্যার মামলা রয়েছে। তাদের আগামীকাল শনিবার সকালে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এমএম