ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
সৈয়দপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর  প্রতীকী ছবি

নীলফামারী জেলার সৈয়দপুরে উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে রোকসানা আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার শহরের পাঁচমাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রোকসানা হাতিখানা ক্যাম্পের বাসিন্দা মোক্তার হোসেনের স্ত্রী।  

এলাকাবাসী জানায়, ডায়াবেটিস পরীক্ষার জন্য হাতিখানা ক্যাম্পের বাসা থেকে বের হয়ে অটোরিকশা যোগে সৈয়দপুর বাজারের দিকে যাচ্ছিলেন রোকসানা। পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে পড়ে যান তিনি। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। এসময় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।