ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর দিলেন আসিফ নজরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩০, জুলাই ১৫, ২০২৫
মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর দিলেন আসিফ নজরুল উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংগৃহীত ছবি

ঢাকা: মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।  

তিনি জানিয়েছেন, এখন থেকে মালয়েশিয়া সরকার বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ কথা জানান উপদেষ্টা আসিফ নজরুল।

ভিডিও বার্তায় তিনি বলেন, মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের জন্য খুব বড় একটি সুখবর আছে। আপনারা হয়তো এরই মধ্যে খবরটি পেয়েছেন। তবুও আবার কনফার্ম করছি। মালয়েশিয়াতে যে বাংলাদেশি শ্রমিকরা আছেন, তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে। এটা অফিশিয়ালি কনফার্ম করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা যখন গত মে মাসে মালয়েশিয়া সফর করি, তখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার এবং আমাদের যে ডেলিগেশন টিম ছিল, আমাদের মিটিং হয়েছিল। আমরা ওনাকে খুব স্ট্রংলি বলেছিলাম যে অন্য কোনো দেশের শ্রমিকদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয় না। অন্য সবাইকে দেয় মাল্টিপল এন্ট্রি ভিসা। শুধু আমাদের দেয় সিঙ্গেল এন্ট্রি ভিসা। উনি খুব অবাক হয়েছিলেন শুনে। উনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলেন, মিটিংয়ে যারা ছিলেন। তারা ওনাকে কনফার্ম করেছেন, বাংলাদেশের ক্ষেত্রে এ বৈষম্যমূলক ব্যবস্থা আছে। উনি এটা শুনে সঙ্গে সঙ্গেই নির্দেশ দিয়েছিলেন। তারপরও আমরা খুব অপেক্ষা করছিলাম, দিনের পর দিন যোগাযোগ রেখেছি, কবে এ সুখবরটা আমরা সত্যিকার অর্থে বাস্তবায়ন দেখতে পাবো। তো আমরা কনফার্ম হয়েছি, মালয়েশিয়া সরকার এখন থেকে বাংলাদেশি শ্রমিক ভাই-বোনদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, মালয়েশিয়ার ব্যপারে আরও কিছু ভালো খবর আমরা অচিরেই দিতে পারবো। মালয়েশিয়ায় আমাদের একটি প্রতিনিধি দল আছে। সামনের মাসে আরও বড় পর্যায়ের একটি সফর হওয়ার কথা আছে। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আরও কিছু ভালো খবর আপনাদের দিতে পারবো।

এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপু‌রের বাংলা‌দেশ হাইক‌মিশন এক বার্তায় জা‌নি‌য়ে‌ছে, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলশ্রুতিতে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে।

এসসি/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।