সিলেট: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শিরনি বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঠাকুরভোগ গ্রামে খেলার মাঠে বৃষ্টির প্রার্থনায় শিরনি বিতরণকে কেন্দ্র করে ঘরাই মিয়ার ছেলে সুফি মিয়া (৩০) ও একই গ্রামের মৃত তছই মিয়ার ছেলে নুরু মিয়া (৬৫) সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কথা-কাটাকাটির জের ধরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হন।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোলেমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এনইউ/আরবি