ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১০ দিন ধরে নিখোঁজ আবু তাহের, সন্ধান চায় পরিবার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
১০ দিন ধরে নিখোঁজ আবু তাহের, সন্ধান চায় পরিবার 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মো. আবু তাহের (৭২) নামে এক ব্যক্তি গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।

তাকে খুঁজে পেতে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।  

আবু তাহের জেলার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পিয়ারাপুর গ্রামের কালভার্ট বড় বাড়ির বাসিন্দা।  

তার স্ত্রী মরিয়ম বেগম জানান, তার স্বামী কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার স্ট্রোকও হয়েছে। গত ২৪ জুলাই সকাল ১০টার দিকে তিনি বাড়ি থেকে লক্ষ্মীপুর বাজারে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তাই তিনি বাদী হয়ে গত ৩০ জুলাই সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।