ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে মাথায় ইট পড়ে আক্তার হোসেন (৫২) নামের এক পথচারী নিহত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা আবির হোসেন বাংলানিউজকে জানান, তেজগাঁওয়ের মধ্য কুনিপাড়া এলাকায় আক্তার হোসেনের স্থানীয় বাড়ি। সন্ধ্যায় ঝড়বৃষ্টির মধ্যে কুনিপাড়া দিয়ে তিনি বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ নির্মাণাধীন পাঁচতলার একটি ভবন থেকে তার মাথায় ইট পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এজেডএস/এএটি