ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ওমানে এমপি খাদিজাতুল আনোয়ারের আটকের বিষয়ে জানা নেই: ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
ওমানে এমপি খাদিজাতুল আনোয়ারের আটকের বিষয়ে জানা নেই: ড. মোমেন এমপি খাদিজাতুল আনোয়ার সনি

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) খাদিজাতুল আনোয়ার সনিকে ওমানে আটকের বিষয়ে কোনো খবর জানা নেই।

বুধবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

খাদিজাতুল আনোয়ার সনির আটকের প্রসঙ্গে ড. মোমেন বলেন, এ ধরনের কোনো খবর আমরা জানি না। আমরা জানি যে এ ধরনের কোনো সংসদ সদস্য সেখানে বেড়াতে গেছেন। কোনো ব্যক্তি যদি যান, সেটি ব্যক্তিগত উদ্যোগে।  

তিনি বলেন, সরকারিভাবে আমরা কাউকে পাঠাইনি। এগুলো আমরা জানি না।

উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি ওমানে আটক হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। জানা যায়, রাজনৈতিক সভা করার অভিযোগে ১ আগস্ট রাতে রয়্যাল ওমান পুলিশের সিআইডির একটি দল তাকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে। ওমানের আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিক সে দেশে সভা-সমাবেশ করতে পারেন না।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।