ভোলা: চারদিনের টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভোলার জনজীবন। বৃষ্টির কারণে অনেকটা গৃহবন্দি হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
নিম্নচাপ ও মেঘমালার কারণে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী আরও চার/পাঁচদিন এ বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে পূর্ণিমার সৃষ্ট জোয়ার এবং টানা বর্ষণের কারণে জেলার বেড়িবাঁধের বাইরে এলাকাসহ নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সেখানকার মানুষ।
অপরদিকে বৃষ্টি উপেক্ষা করেই জেলেদের মাছ শিকার করতে দেখা গেছে। কারণ বৃষ্টি বাড়লে মাছের পরিমাণ বেড়ে যায় বলে মনে করেন জেলেরা। এ জন্য জাল, ট্রলার ও নৌকাসহ ইলিশ ধরার সরঞ্জাম নিয়ে নদীতে ছুটছেন তারা।
ভোলা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাহবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় পুরো জেলায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং এটি অব্যাহত থাকবে আরও কয়েকদিন।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
আরএ