ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হাল চাষ করার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
হাল চাষ করার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় হাল চাষ করার সময় বজ্রপাতে জাকির হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (০৭ আগস্ট) বিকেলে উপজেলার নিজামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাকির দৌলতপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। সে ট্রাক্টর চালকের সহকারী হিসেবে কাজ করছিল।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বৃষ্টির মধ্যে হালচাষ চলাকালে জাকির হোসেন চালকের পাশের আসনে বসা ছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে ট্রাক্টরের চালক লাফ দিয়ে নিচে পড়ে যাওয়ায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার বলেন, নিহত ওই কিশোরের পরিবারকে সরকারি সহযোগিতা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।