ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মগবাজারে পিকআপে মিলল ৩৫ কেজি গাঁজা, আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
মগবাজারে পিকআপে মিলল ৩৫ কেজি গাঁজা, আটক ২ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বড় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ মো. শামীম ও মো. মঞ্জু নামে দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।  

সোমবার (৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ।

রোববার (৬ আগস্ট) রাতে বড় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম।

বিমান বন্দর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ বলেন, গোপন সংবাদে জানা যায় কয়েকজন মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপে করে মগবাজার এলাকা হয়ে বগুড়া যাবে। বড় মগবাজার এলাকায় সিএনজি অ্যান্ড এলপিজি কনভারসেশন অ্যান্ড ওয়ার্কশপ সামনের সড়কে পিকআপটি থামানোর পরে শামীম ও মঞ্জুকে আটক করা হয়।

পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রমনা থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।