ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

উন্নয়নকে প্রতিহত করতে বহিঃশক্তি ষড়যন্ত্রে লিপ্ত: এমপি দীপংকর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
উন্নয়নকে প্রতিহত করতে বহিঃশক্তি ষড়যন্ত্রে লিপ্ত: এমপি দীপংকর

রাঙামাটি: খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, বহির্বিশ্বের একটি অপশক্তি স্বাধীন, সার্বভৌম দেশের উন্নয়নকে প্রতিহত করতে ষড়যন্ত্র করছে।  

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীপংকর তালুকদার বলেন, জাতির পিতা চেয়েছেন, আমাদের দেশটা স্বাধীনভাবে এগিয়ে যাবে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্ম হয়েছে। তারা এখনও জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, স্বাধীন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।  

এ সময় এমপি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ১৫ আগস্ট শহীদ জাতির পিতাসহ তার পরিবারবর্গের আত্মার শান্তি কামনা করেন।

জেলা প্রশাসক মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ, মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বরুণ কুমার দত্ত, রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী।  

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।