ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আইনের নাম পরিবর্তন করে প্রতারণা করছে সরকার: গণফোরাম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
আইনের নাম পরিবর্তন করে প্রতারণা করছে সরকার: গণফোরাম

ঢাকা: গণফোরাম সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী মঙ্গলবার (০৮ আগস্ট) এক যৌথ বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনকে সাইবার সিকিউরিটি এক্টে প্রতিস্থাপনের তীব্র সমালোচনা করেন।

তারা বলেন- চরিত্র পরিবর্তন না করে শুধু নাম পরিবর্তনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনকে নতুন রূপে সাইবার সিকিউরিটি এক্টে প্রতিস্থাপন করে জনগণের সাথে প্রতারণা করছে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার।

মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করে তারা আরও বলেন, দেশব্যাপী ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়ে আন্দোলন গড়ে তোলায় রাজচালাকি করে নিবর্তনের নতুন কৌশল অবলম্বন করেছে গণবিরোধী সরকার। কোন পরিবর্তন, পরিমার্জন না করে সরাসরি এই নিপীড়ণমূলক আইন বাতিলসহ অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে। সকল সমস্যার একটাই সমাধান শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।

বাংলাদেশ সময় : ১৯৫০ ঘণ্টা, আগস্ট ০৮,২০২৩
এমকে/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।