ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
গাজীপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত  প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট এলাকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার শৈলাট এলাকার মজিবর রহমানের ছেলে অনিক মণ্ডল (২৫) ও একই এলাকার শামীম আল মামুনের ছেলে রিয়াদ মণ্ডল (২২)।  

নিহতদের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শৈলাট বাজার থেকে মোটরসাইকেলে করে কাচিনা এলাকায় যাচ্ছিলেন অনিক ও রিয়াদ। কিছুদূর যাওয়ার পর ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারা। এ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে অনিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে রিয়াদও মারা যান।  

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়ত ওসমান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
আরএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।