ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অচেতন অবস্থায় শাহবাগ থেকে নারী কাউন্সিলর উদ্ধার, হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
অচেতন অবস্থায় শাহবাগ থেকে নারী কাউন্সিলর উদ্ধার, হাসপাতালে ভর্তি

ঢাকা: রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তাকে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, জরুরি বিভাগের চিকিৎসক ওই নারীর পাকস্থলী পরিষ্কার করার পর মেডিসিন বিভাগে ভর্তি করেছেন।

তিনি আরও বলেন, কীভাবে তিনি অচেতন হয়েছেন, কেউ কোনো খাবারের সঙ্গে কিছু খাইয়েছিল কিনা, নাকি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে তা কিছুই জানা যায়নি। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা লোকজন কিছু বলতে না চাইলেও কাউন্সিল চামেলীর ভগ্নিপতি মিজানুর রহমান জানিয়েছেন, চামেলী আওয়ামী লীগের কোনো মিটিংয়ে গিয়েছিলেন। পরে রাতে খবর পাই তিনি পিজি হাসপাতালের তিন নম্বর গেটের পাশে অচেতন অবস্থায় পড়েছিলেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এনবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।