ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে তরুণীর মৃত্যুর ঘটনায় শাহ আলী থানা পুলিশ তদন্তে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
মিরপুরে তরুণীর মৃত্যুর ঘটনায় শাহ আলী থানা পুলিশ তদন্তে

ঢাকা: রাজধানীর মিরপুরে মারধরে ফাতেমাতুজ জোহরা স্বর্ণা (২৭) নামে এক তরুণীর মৃত্যুর অভিযোগের ঘটনাটি শাহ আলী থানা পুলিশ তদন্ত করছে।

মঙ্গলবার (৮ আগস্ট) ভোর ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা ফাতেমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত যুবক জিসান (২৩) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।  

পুলিশ সন্ধ্যায় জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে দুজনই কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছিল।

শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, জিসান ও ফাতেমার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তারা দুজনই বাসায় আসা-যাওয়া করতো। সোমবার (৭ আগস্ট) দিনগত রাতে জিসানের বাসায় যায় ফাতেমা। রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে দুজনই কীটনাশক পান করে।  

পরে ফাতেমা হাসপাতালে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আর জিসান সোহরাওয়ার্দী হাসপাতালে পুলিশ পাহারায় ভর্তি আছে।  

মাসুদুর রহমান আরও বলেন, ঘটনার স্থল শাহ আলী থানার অধীনে পড়ায় তারা ঘটনাটি তদন্ত করছে।

আরও পড়ুন: রাজধানীর মিরপুরে তরুণীকে হত্যার অভিযোগ

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।