ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিটি কর্পোরেশন এলাকায় পোস্টার বা লিফলেট বিতরণ করতে দেশের সব সিটি কর্পোরেশনকে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
চিঠিতে বলা হয়, সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সকল সিটি কর্পোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীর সভাপতিত্বে ১৯ জুলাই ৩য় আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
এ অবস্থায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণিত পোস্টারটি নিজ উদ্যোগে প্রিন্ট করে সিটি কর্পোরেশন এলাকায় বিতরণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
জিসিজি/নিউজ ডেস্ক