ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সিটি কর্পোরেশনকে চিঠি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সিটি কর্পোরেশনকে চিঠি 

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিটি কর্পোরেশন এলাকায় পোস্টার বা লিফলেট বিতরণ করতে দেশের সব সিটি কর্পোরেশনকে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

চিঠিতে বলা হয়, সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সকল সিটি কর্পোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীর সভাপতিত্বে ১৯ জুলাই ৩য় আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি পোস্টার প্রস্তুত করা হয়েছে।

এ অবস্থায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণিত পোস্টারটি নিজ উদ্যোগে প্রিন্ট করে সিটি কর্পোরেশন এলাকায় বিতরণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়।  

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
জিসিজি/নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।