ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দক্ষিণ কেরানীগঞ্জে বিস্ফোরকসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
দক্ষিণ কেরানীগঞ্জে বিস্ফোরকসহ আটক ১ আটক ব্যক্তি

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে বিস্ফোরক দ্রব্যসহ ১ নাশকতাকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

আটক ব্যক্তি হলেন- গুল মোহাম্মদ ওরফে আনোয়ার (৫০)।

তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার মৃত সাচ্চু মিয়ার ছেলে। অভিযানে তার কাছ থেকে ৪০০ গ্রাম গানপাউডার (বিষ্ফোরক) ও ২৫০ গ্রাম কাঁচের গুঁড়া জব্দ ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (৯ আগস্ট) রাতে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্যসহ তাকে আটক করা হয়।  

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি বিস্ফোরক দ্রব্য দিয়ে ককটেলসহ বোমা তৈরি করে সরকার বিরোধী মিছিল সমাবেশে ব্যবহারের লক্ষে প্রস্তুতি নিচ্ছিল। তিনি একজন নাশকতাকারী কর্মী বলে জানা যায়।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
এসজেএ/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।