ঢাকা: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। একই সঙ্গে দেশটি বাংলাদেশে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রত্যাশা করছে বলেও জানান তিনি।
শুক্রবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সেখানে এক প্রশ্নের উত্তরে মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত সরকারের মনোভাবের কথা আগেই জানিয়েছি। সেই মনোভাব এখনও অপরিবর্তিত। আর বাংলাদেশের অভ্যন্তরে কী চলছে, সে বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়।
বাংলাদেশের নির্বাচনে তত্ত্বাবধায়ক পদ্ধতি নিয়ে অরিন্দম বাগচি বলেন, তত্ত্বাবধায়ক সরকার গড়া হবে কিনা সে বিষয়ে সেই দেশের সংবিধানে স্পষ্ট করে বলা হয়েছে। তাই এ নিয়ে কিছু বলা সংগত নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনার মতো কাল্পনিক কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। আমরা এ বিষয়ে মন্তব্য করতে চাই না। বাংলাদেশে নির্বাচন শান্তিপূর্ণভাবে ও নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হোক এটাই ভারতের প্রত্যাশা।
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
টিআর/এফআর