নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতল্লায় চিকিৎসার টাকা যোগাতে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাহাবুদ্দিন (৪০) নামে এক ব্যক্তি।
শনিবার (১২ আগস্ট) ফতুল্লা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী সুমা জানায়, তার স্বামী গ্রামের বাড়িতে কাঠের ব্যবসা করতেন। নয় মাস আগে কাঠ পড়ে মেরুদণ্ড ভেঙে যায়। ব্যয়বহুল চিকিৎসা করাতে গ্রামে প্রায় তিনলাখ টাকার মতো দেনা করে।
এক মাস পূর্বে তারা গ্রাম থেকে ঢাকা জেলার কেরানীগঞ্জের জিয়া মোড় এলাকায় এসে ভাড়া বাসায় বসবাস শুরু করে। শুক্রবার বিকেলে সে তার স্বামীকে নিয়ে ফতুল্লা থানার গিরিধারা বৌ বাজারস্থ বড় বোনের বাড়িতে বেড়াতে আসে। সেদিন রাতে চিকিৎসার টাকার জন্য তারা স্বামী গ্রামের বিভিন্ন স্বজনদের নিকট ফোন করে টাকা চেয়ে ব্যর্থ হয়। পরে সকাল সাতটার দিকে ঘুম থেকে জেগে দেখে বারান্দার গ্রিলের সাথে গলায় গামছা পেচানো স্বামী সাহাবুদ্দিনের ঝুলন্ত লাশ দেখতে পান সুমা।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, তিনি সংবাদ পেয়ে সকাল সোয়া দশটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘন্টা, আগস্ট ১১, ২০২৩
এমআরপি/ এমএম