ঢাকা: বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের সামনে এক সভায় বিরোধীদলীয় নারী নেত্রীদের উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তারা (বিরোধী নারী নেত্রীরা) সাজ-গোজ করে রাতের অন্ধকারে বিদেশি দূতাবাসে একটা কিছু করতে যান। মন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শনিবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান তিনি।
হাছান মাহমুদের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মান্না বলেন, তিনি ভুলে গেছেন যে তার নেত্রীও একজন নারী এবং তার নেত্রীও একসময় বিদেশিদের কাছে ধরণা দিয়েছেন। এবং যার জন্মবার্ষিকীতে তিনি ভাষণ দিয়েছেন তিনিও একজন নারী।
নারীদের প্রতি এই ঘৃণ্য, কুৎসিত ও মানহানীকর মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে বিজ্ঞপ্তিতে গনতন্ত্র ধ্বংসকারী অবৈধ স্বৈরাচার সরকারের শাসনে দেশের কোন মানুষ, এমনকি নারীদের সম্ভ্রমও নিরাপদ নয় বলে উল্লখ করেন ডাকসুর এই সাবেক ভিপি।
বাংলাদেশ সময়: ঘণ্টা ১৭৫৫, আগস্ট ১২, ২০২৩
এমকে/ এমএম