ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ১১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
ফরিদপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ১১৩

ফরিদপুর: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিশ্বজিৎ সাহা (৫৫) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১১৩ জন রোগী।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

নিহত বিশ্বজিতের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ গ্রামে। তিনি ওই গ্রামের সঞ্জয় সাহার ছেলে।

ডা. এনামুল হক জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার (১৪ আগস্ট) বিকালে বিশ্বজিৎ সাহা নামের ওই রোগী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।  

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১১৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৪২ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৫ জন।

তিনি আরও জানান, এসব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১২ জন। রাজবাড়ী জেলার চার জন, ফরিদপুরের ছয় জন, মাগুরা জেলার এক জন ও মাদারীপুরের এক জন। জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯১৩ জন। এর মধ্যে ২ হাজার ৫৬০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।