ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

‘কাস্টমস অফিসার’ পরিচয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া নজরুল গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
‘কাস্টমস অফিসার’ পরিচয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া নজরুল গ্রেপ্তার

ঢাকা: ‘কাস্টমস অফিসার’ পরিচয়ে কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা নজরুল ইসলাম ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন জানান, ভুয়া কাস্টমস অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎকারী সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা নজরুল ইসলাম ও তার ২ সহযোগীকে গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
পিএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।