ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে দুইটি হাসপাতাল সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, আগস্ট ১৭, ২০২৩
কোম্পানীগঞ্জে দুইটি হাসপাতাল সিলগালা

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুইটি হাসপাতাল সিলগালা করেছে স্বাস্থ্যবিভাগ। এ সময় হেলথ কেয়ার নামের আরও একটি প্রাইভেট হাসপাতালকে সতর্ক করা হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভা বাজারে অভিযান পরিচালনা করে হাসপাতালগুলো সিলগালা করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে জানান, অনলাইনে আবেদন, ডিউটি ডাক্তার ও ডিপ্লোমা নার্স না থাকায় মর্ডান হাসপাতালকে সিলগালা করা হয়। অপরদিকে, এ্যাপোলো মেডিকেল সেন্টারে প্যাথলজি টেকনিশিয়ান না থাকায় সিলগালা করা হয়। এছাড়া আরও হেলথ কেয়ার নামে একটি হাসপাতালকে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।