ঢাকা, শুক্রবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

জাতীয়

মির্জাপুরে ডেঙ্গু আক্রান্ত ২ নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
মির্জাপুরে ডেঙ্গু আক্রান্ত ২ নারীর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিসাধীন রয়েছে।

 

শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় একজন এবং রোববার (২০ আগস্ট) ভোরে অপরজনের মৃত্যু হয়।  

মৃতরা হলেন- জেলার দেলদুয়ার উপজেলার পাচুরিয়া গ্রামের লাভলী আক্তার (৩৮) ও দেউলাকান্দি গ্রামের রিজিয়া বেগম (৪০)।

মির্জাপুর কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক ডা. আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, শনিবার সকালে ওই দুজনেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে কুমুদিনী হাসপাতালে ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।