ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ভাঙ্গা থেকে ঢাকায় গেল পরীক্ষামূলক আন্তঃনগর ট্রেন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
ভাঙ্গা থেকে ঢাকায় গেল পরীক্ষামূলক আন্তঃনগর ট্রেন 

ফরিদপুর: পদ্মা সেতু রেল লিংক প্রজেক্টের ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকার রেলপথে পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’ বা ‘গ্যাংকার’ ট্রেন চালানোর পর এবার আন্তঃনগর ট্রেনের পরীক্ষামূলক চলানো হয়েছে।  

রোববার (২০ আগস্ট) সকাল ৫ টা ২৫ মিনিটে ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে আন্তঃনগর ট্রেনটি।

ঢাকা থেকে পুনরায় ৮ টা ২০ মিনিটে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা করে। এরপর ৩টা ৫০ মিনিটে ভাঙ্গা থেকে মাদারীপুরের শিবচর রেলওয়ে স্টেশন যায়। পরবর্তীতে ট্রেনটি আবার পাকশির উদ্দেশ্যে রওনা দেয়।

পদ্মা রেল প্রকল্পের চায়না ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ট্রায়েল রান পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (১৯ আগস্ট) দীর্ঘ পথ পাড়ি দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষামূলক ট্র্যাক কারটি মাওয়া এসে পৌঁছায়। এ সময় ঢাকা থেকে রেলপথে মাওয়া স্টেশনে আসেন রেলওয়ে জিডি কামরুল হাসান, বিগ্রেডিয়ার জেনারেল জামিউল ও কর্নেল মো. ফারুক হোসেন।  

চলতি পথে ট্র্যাক কারটিতে থাকা পর্যবেক্ষক দল ঢাকা-মাওয়া অংশে স্থাপিত রেল লাইনের বিভিন্ন পয়েন্টে ও স্টেশনে ত্রুটি-বিচ্যুতিগুলো পর্যবেক্ষণ করেন। পরে মাওয়া থেকে দুপুর ১২টার দিকে ট্র্যাক কারটি ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসে।

জানা যায়, আগামী মাসের (সেপ্টেম্বর/২৩) প্রথম সপ্তাহে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলাচল করবে ট্রেন । তবে সেপ্টেম্বর মাসের কোন তারিখে উদ্বোধন করবেন এখনও তারিখ নির্ধারণ করা হয়নি । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা টু ভাঙ্গা ট্রেন চলাচলের শুভ উদ্বোধন করবেন।  

সরেজমিনে ফরিদপুরের ভাঙ্গার বামনকান্দা রেলওয়ের জংশন এলাকায় গিয়ে দেখা যায় শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। পদ্মা সেতু রেল লিংক প্রজেক্টের প্রথম ও দ্বিতীয় অংশের দীর্ঘদিনের কর্মযজ্ঞের ফলাফল আর কদিন পরে উদ্বোধন হবে। তাদের মধ্যে দেখা যাচ্ছে আত্মতৃপ্তি।

নাম প্রকাশ না করা শর্তে এক রেল কর্মকর্তা জানান, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ঢাকা থেকে ভাঙ্গা রেল যোগাযোগ চালু হবে। এজন্য তাদের আরো কয়েকবার পরিদর্শনে আসতে হবে।

স্থানীয়রা জানান, ফরিদপুরের ভাঙ্গার বামনকান্দায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের রেলস্টেশন এবং বামনকান্দা ও যশোর হবে জংশন। এখানে কর্মযজ্ঞ পুরোদমে এগিয়ে চলছে। আগামী ২০২৪ সালের জুন মাসে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৭ কি. মি. সেপ্টেম্বর ট্রায়াল রান করাতে পারবে।

জানা গেছে, ভাঙ্গার বামনকান্দা রেলস্টেশনে ৬টি ট্রেনলাইনের কাজ প্রায় শেষের পথে। আর আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ট্রেন চলাচল শুরু হলে দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটবে গতিশীল হবে অর্থনীতির চাকা।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, আগস্ট ২০,২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।