ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে ফুটওভার ব্রিজের সঙ্গে ঝুলিয়ে রাখল জনতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে ফুটওভার ব্রিজের সঙ্গে ঝুলিয়ে রাখল জনতা ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকা: রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে ফুটওভার ব্রিজের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখে জনতা। পরে পুলিশ সেখান থেকে তাদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করে।

 

তবে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় এক ছিনতাইকারীকে মাথা নিচের দিকে দিয়ে পা দুটো উপরে তুলে দড়ি দিয়ে বাধা হচ্ছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, স্থানীয় জনতা উত্তরা কোনো এক  এলাকায় ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে উত্তরা বিএনএস সেন্টারের পাশে ফুটওভার ব্রিজের কাছে নিয়ে আসে। সেখানে জনতা দুই ছিনতাইকারীকে মাথা নিচের দিকে দিয়ে পা দড়ি দিয়ে ফুটওভার ব্রিজের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশ সংবাদ পেয়ে দুই ছিনতাইকারীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে কুয়েত মৈত্র হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন আছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শোনা যাচ্ছে এদের মধ্যে একজনের নাম নিজাম (৩৫) অপরজন বকুল (৪০)।  

তিনি আরও জানান, এই দুই ছিনতাইকারী উত্তরার কোন এলাকায় ছিনতাই করছিল বিস্তারিত পুলিশ জানার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।