নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চিকিৎসাসেবা শুরু হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক সপ্তাহব্যাপী ক্ষুদে ডাক্তারের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হলো।
এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকার স্বাস্থ্যসেবা বিভাগের সিস্টেম এনালিস্ট আহমেদ লতিফুল হোসেন।
এ উপলক্ষে রোববার দুপুরে (২০ আগস্ট) শহরের বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, সৈয়দপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসারাত জাহান, সৈয়দপুর পৌরসভার তথ্য কর্মকর্তা আকমল সরকার রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক এম ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন।
বক্তারা বলেন, এ ধরনের চিকিৎসক হওয়ার মাধ্যমে প্রাথমিকের শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার মনোবাসনা জেগে উঠবে। সেভাবে লেখাপড়া করে পরবর্তীকালে চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে তারা।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
আরএ