ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ১৫৫ বস্তা চাল উদ্ধার, আ. লীগ নেতাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
বগুড়ায় ১৫৫ বস্তা চাল উদ্ধার, আ. লীগ নেতাসহ আটক ২

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল উদ্ধারের ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) দুপুরে আটক দুইজনকে আদালতে পাঠানো হয়।

আটকরা হলেন- বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান দিপু ও দোবাড়ীয়া এলাকার ফেরদৌস আলম।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ আগস্ট) রাতে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কমলপুরে সুলতান মাহমুদের মালিকানাধীন মীর সেমিঅটো রাইস মিলস গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে মজুদ ১৫৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত মজুদকারী ডিলার মোখলেসুর রহমান দিপু ও ফেরদৌসকে আটক করা হয়।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।