ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় এসিল্যান্ডের ফোন নম্বর ক্লোন করে টাকা চাইছে প্রতারক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
সালথায় এসিল্যান্ডের ফোন নম্বর ক্লোন করে টাকা চাইছে প্রতারক

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) ফোন নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগ উঠেছে।

সোমবার (২১ আগস্ট) দুপুরে এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করার জন্য সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেন।

ওই ফেসবুক পোস্টে বলা হয়- ‘সালথার সহকারী কমিশনারের (ভূমি) ব্যক্তিগত নম্বর ক্লোন করে প্রতারক চক্র প্রতারণা করছে। এবিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। ’

এ বিষয়ে বক্তব্য জানতে সালথা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) শাহাদাত হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। যে কারণে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।  

তবে এব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন শাহিন বাংলানিউজকে বলেন, রোববার (২০ আগস্ট) এসিল্যান্ডের ফোন নম্বরটি ক্লোন করা হয়। নম্বরটা ক্লোন করে বিভিন্ন জনের কাছে বিকাশে টাকা চাওয়া ও ফ্ল্যাক্সিলোডের কথাও বলা হয়। আমরা বিষয়টি সোমবার বুঝতে পেরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করি।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।