ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কিস্তির টাকা দিতে না পারায় প্রাণ দিলেন ইউসুফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
কিস্তির টাকা দিতে না পারায় প্রাণ দিলেন ইউসুফ

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় কিস্তির টাকা না দিতে পারায় স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে কীটনাশক পান করে ইউসুফ ব্যাপারী (৬০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

সোমবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে তিনি কীটনাশক পান করেন।

পরে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

ইউসুফ ব্যাপারী উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মাইঝাইল এলাকার মৃত কুটি মিয়া ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বেলা কিস্তির লোক তাদের বাড়ি গিয়ে টাকা চান। কিন্তু কিস্তির টাকা দিতে না পারায় ইউসুফ ব্যাপারীর স্ত্রী রাগ হন। পরে স্ত্রীর সঙ্গে কিস্তির টাকা নিয়ে তার ঝগড়া হয়। অতঃপর তিনি অভিমান করে বিকেল ৫টার সময় কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বাড়ির সবাই টের পেয়ে তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬টার দিকে তার মৃত্যু হয়।

কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কিস্তির টাকা দেওয়া নিয়ে ঝগড়া হয়। পরে বিকেল বেলা কীটনাশক পান করেন ইউসুফ ব্যাপারী। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইউসুফের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।