ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
সাতক্ষীরায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আটজন।  

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর জাহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। জাহিদুল ইসলামের বাড়ি আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে দুইজন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, কলারোয়ায় দুইজন এবং শ্যামনগরে একজন রোগী ভর্তি হয়েছেন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩২ জন রোগী। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন রোগী।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।