ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৪ ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
চাঁদপুরে ৪ ফার্মেসিকে জরিমানা

চাঁদপুর: ক্রেতাদের ভাউচার না দেওয়া ও নিবন্ধন ছাড়া ওষুধ পাওয়ায় চাঁদপুর শহরের চারটি ফার্মেসিকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে জেলা শহরের কালিবাড়ী এলাকা এ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

যৌথভাবে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী ও নিগার সুলতানা।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী জানান, ওষুধ আইন লঙ্ঘন করায় বিকেলে ওই এলাকার প্রীতম ফার্মেসিকে দেড় হাজার, হক ফার্মেসিকে এক হাজার, মা ড্রাগ অ্যান্ড সার্জিক্যাল হাউজকে ১৫শ ও নীলকমল মেডিকেল হলকে ১৫শ টাকা জরিমানা করা হয়। একই সময় এসব ব্যবসায়ীদের পরবর্তীকালের জন্য সতর্ক করে দেওয়াও হয়।  

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ফোয়ারা ইয়াছমিন। সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।