ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসযাত্রীর ব্যাগে মিলল ১২০০ নেশাজাতীয় ইনজেকশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
বাসযাত্রীর ব্যাগে মিলল ১২০০ নেশাজাতীয় ইনজেকশন

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১২০০ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ সোহেল মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে এদিন দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কে গোবিন্দগঞ্জ কোল্ডস্টোরেজের সামনে যাত্রীবাহী একটি বাস থেকে তাকে আটক করা হয়।

সোহেল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পার্বতীপুর সরকার পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে।

ওসি শামসুল আলম শাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে রংপুর থেকে ঢাকাগামী  নাদের পরিবহণের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানে হয়। এসময় সোহেল নামে এক যাত্রীর সঙ্গে থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে ১২০০ বুপ্রেনোফিন ইনজেকশন জব্দ করা হয়।  

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।