ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
গাইবান্ধায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

গাইবান্ধ: গাইবান্ধা শহরে ট্রাকচাপায় বিপ্লব ইসলাম (৪৮) নামে এক  ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে শহরের বড় মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।  

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল চালিয়ে শহরের জিরো পয়েন্ট বড় মসজিদ এলাকা দিয়ে যাচ্ছিলেন জেলা ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব। এসময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। চালকসহ ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।