ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামপালে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
রামপালে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, রামপাল উপজেলার শংকর নগর এলাকার মোহাম্মদ বাশারের ছেলে মোহাম্মদ এনামুল (২৬), বেলাই এলাকার মো. মোতাচ্ছেরের ছেলে আরিফ (২৭) এবং ফকিরহাট উপজেলার লকপুর গ্রামের শুকুরের ছেলে সাইদুল (২৫)। নিহতরা বেলাই এলাকার একটি মৎস্য ঘেরের কর্মচারী বলে জানা গেছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রামপালের ফয়লা হাট থেকে বাজার করে খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে ঘেরে যাচ্ছিলেন ওই তিনজন। পথে বেলাই এলাকায় তাদের মোটরসাইকেলটি এলে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হচ্ছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।